FoortiTune

FoortiTune.Com | Leading Bangladeshi blogger site. Download apps, game's, music. Get tech, tips, offer and more... Bangladeshi all telecom offer gp, robi, banglalink, airtel, teletalk. Get free internet offer, free mb offer, free net offer.

Grameenphone Off Connection Reactive Offer Recharge 29 Tk.

গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণ (ERS এবং BPO সিম ব্যতীত)। 
যারা ১৯ ফেব্রুয়ারী ২০১৬ বা তার পূর্বথেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তারা ঠিক ২৯ টাকা রিচার্জে ৩০ দিন মেয়াদে যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৫টা) এবং অন্য যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা)।
ক্যাম্পেইনটি ৪ এপ্রিল ২০১৬ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে ‘Apr 17XXXXXXXX’ লিখে 9999 নম্বরে পাঠিয়ে দিন। 
★রেজিস্ট্রেশন বিহীন গ্রাহকগণ যারা ৩০ সেপ্টেম্বর ২০১৪ থেকে তাদের সংযোগ ব্যবহার করছেন না তাদের জন্য অফারটি প্রযোজ্য নয়। 
★যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড শুধুমাত্র রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রযোজ্য হবে।
★যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড ২৪ ঘণ্টা প্রযোজ্য হবে। বিকাল ৫টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত জিপি-জিপি কলে ১ পয়সা/সেকেন্ড চার্জ প্রযোজ্য হবে।
★কোনো প্রকার অপ্ট-ইন ছাড়াই উপযুক্ত গ্রাহকগণ অফারটি নিতে পারবেন (শুধুমাত্র ২৯ টাকা রিচার্জ করতে হবে)লোয়ার ট্যারিফের মেয়াদ রিচার্জের দিনসহ ৩০ দিন।
ক্যাম্পেইন চলাকালীন অফারটি একাধিকবার নেয়া যাবে।
★একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবেঅফার চলাকালীন এই স্পেপশাল ট্যারিফ (আধা পয়সা/সেকেন্ড এবং যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/ সেকেন্ড, ২৪ ঘণ্টা) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং সকল রিচার্জ বেইজড লোয়ার ট্যারিফ (যেমনঃ ১ পয়সা অফার)-এর ক্ষেত্রে প্রযোজ্য। 
★মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য হবে নাস্পেশাল ট্যারিফ ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 
★ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে।
এছাড়াও ২৯ টাকা রিচার্জ অফারের ২৯MB প্রযোজ্য হবে, ২৯ MB অফারের শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
★সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য।
Author :

We are always try to give new tech tips trick news offer and more...

Latest Posts

Thanks to your comment.
 
Copyright © | FoortiTune