FoortiTune

FoortiTune.Com | Leading Bangladeshi blogger site. Download apps, game's, music. Get tech, tips, offer and more... Bangladeshi all telecom offer gp, robi, banglalink, airtel, teletalk. Get free internet offer, free mb offer, free net offer.

Robi We Are Tigers প্যাকেজ এর সাথে থাকছে আকর্ষণী অফার এবং বান্ডেলসমূহ

Robi-We-Are-Tigers

ডায়াল করুন *১২৩*২০২০# আর হয়ে যান We Are Tigers এর মেম্বার। We Are Tigers মেম্বাররা একে অপরের সাথে ০.৫ পয়সা/সেকেন্ড রেটে কথা বলতে পারবেন, এছাড়া থাকছে আকর্ষণী সব বান্ডেলসমূহ।

আকর্ষণীয় অফার এবং সুবিধাসমূহ:
We Are Tigers মেম্বাররা *১২৩*৫০৫০# ডায়াল করে সকল আকর্ষণীয় অফার এবং সুবিধাসমূহ উপভোগ করতে পারবেন।
1) Cricket Bundles
2) Score Runs and Win Helicopter Ride
4) 100% Match Day Bonus Offer.


ক্রিকেট বান্ডেলসমূহ :

★ শুধুমাত্র We Are Tigers মেম্বাররা এই বান্ডেলসমূহ কিনতে পারবেন।
★ গ্রাহককে *১২৩*৫০৫০*১# ডায়াল করে ক্রিকেট বান্ডেলসমূহ কিনতে হবে।
★ সকল ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচের সময় ক্রিকেট অ্যালার্ট চালু থাকবে।
★ শুধুমাত্র নির্ধারিত ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচগুলোতে লাইভ কমেন্টারি চালু থাকবে
লাইভ কমেন্টারি শুনতে গ্রাহককে ২২০২০ ডায়াল করতে হবে।
★ গ্রাহক *২২২*২# ডায়াল করে বান্ডেল মিনিট এবং *১২৩*৩*৫# ডায়াল করে বান্ডেল ডাটা চেক করতে পারবেন।
★ পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অফারটি চালু থাকবে।

১ দিনের বান্ডেল:
★ রবি-রবি ও এয়ারটেল ৫০ মিনিট
★ ২০ এমবি ডাটা।
★ পুরো ম্যাচ লাইভ কমেন্টারি।
★ টাইগার টুইট সর্বনিম্ন ১টি এসএমএস।
★ ক্রিকেট অ্যালার সর্বনিম্ন ২টি এসএমএস/ দিন।
★ ব্যান্ডেলের মেয়াদ ১ দিন।
★ মূল্য ২০ টাকা (ভ্যাট ও ট্যাক্স ছাড়া)

৫ দিনের বান্ডেল:
★ রবি-রবি ও এয়ারটেল ২০০ মিনিট
★ ৫০০ এমবি ডাটা (সকাল ৮টা – রাত ৮টা)
★ পুরো ম্যাচ লাইভ কমেন্টারি।
★ টাইগার টুইট সর্বনিম্ন ১টি এসএমএস।
★ ক্রিকেট অ্যালার সর্বনিম্ন ২টি এসএমএস/ দিন।
★ ব্যান্ডেলের মেয়াদ ৫ দিন।
★ মূল্য ৭৫ টাকা (ভ্যাট ও ট্যাক্স ছাড়া)


রান সংগ্রহ করে জিতে নিন তাসকিনের সাথে হেলিকপ্টার রাইড :
★ শুধুমাত্র We Are Tigers মেম্বাররা এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন।
★ গ্রাহক *১২৩*৫০৫০*২# ডায়াল করে খেলায় অংশগ্রহণ করতে পারবেন।
★ এতে কোনো সাবস্ক্রিপশন বা এসএমএস চার্জ থাকবে না। গ্রাহক ফ্রি-তে এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন।
★ অংশগ্রহণকারীকে ক্রিকেট বিষয়ক প্রশ্ন করা হবে এবং একটি প্রশ্নের উত্তর এর কয়েকটি অপশন দেয়া থাকবে।
★ অংশগ্রহণকারীকে সঠিক উত্তর ২২০২০ নম্বরে পাঠাতে হবে।
★ অংশগ্রহণকারী উত্তর পাঠানোর পর আরেকটি নতুন প্রশ্ন পাবেন।
★ অংশগ্রহণকারী যত খুশি তত প্রশ্নের উত্তর দিতে পারবেন।
★ অংশগ্রহণকারী প্রত্যেক সঠিক উত্তরের জন্য ২ রান পাবেন ভুল উত্তরের জন্য রান কাটা হবে না।
★ ২০,০০০ রানে আগে পৌঁছানোর ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।
★ মোট রান কত হলো জানতে অংশগ্রহণকারীদের RUN টাইপ করে ২২০২০ নম্বরে পাঠাতে হবে
★ খেলাটি ২০ অক্টোবর শুরু হবে এবং ১৮ নভেম্বর পর্যন্ত চলবে (৩০ দিন)।
★ রবি যেকোনো সময়ে অফারটি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
★ বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে রবির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
★ রবিতে কর্মরত কারও সাথে সম্পৃক্ত কোন গ্রাহক এই খেলায়।

পুরস্কার :
★ সেরা ৩ অংশগ্রহণকারী পাবেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সাথে হেলিকপ্টার রাইডের সুযোগ।
★ পরবর্তী ৭ অংশগ্রহণকারী পাবেন তাসকিনের সাথে ডিনার করার সুযোগ।
★ পরবর্তী ১০ অংশগ্রহণকারী পাবেন তাসকিনের সাইন করা একটি ক্রিকেট ব্যাট।
★ পরবর্তী ১০ অংশগ্রহণকারী পাবেন তাসকিনের সাইন করা একটি জার্সি।

সাধারণ শর্তাবলী :
★ রবি প্রি-পেইড গ্রাহকেরা *১২৩*২০২০# ডায়াল করে We Are Tigers এ মাইগ্রেট করতে পারবেন
★ গ্রাহকেরা *১২৩*৫০৫০# ডায়াল করে সকল আকর্ষণীয় অফার এবং সুবিধাসমূহ উপভোগ করতে পারবেন।
★ We are tigers প্যাকেজের বেজ রেট ২০.৭৫ পয়সা/১০ সেকেন্ড।
★ We Are Tigers মেম্বাররা সকল চলতি স্পেশাল রেট অফারসমূহ (৩১ টাকা, ৩৯ টাকা, ৭৯ টাকা, ইত্যাদি) উপভোগ করতে পারবেন।
★ পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অফারটি চালু থাকবে।
Author :

We are always try to give new tech tips trick news offer and more...

Latest Posts

Thanks to your comment.
 
Copyright © | FoortiTune