
পছন্দের নেটওয়ার্কে ইন্টারনেট যেন চলতেই থাকে তার জন্য বাংলালিংক নিয়ে এলো এক দুর্দান্ত ইন্টারনেট অফার! রিচার্জ বা কোড ডায়াল করে উপভোগ করুন দারুণ এই অফার!
★ এই অফার শুধুমাত্র প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য
★ ইন্টারনেট প্যাক-এর মেয়াদ থাকাকালীন সময় ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে .০০১২১৭৫ টাকা প্রতি 10 KB হারে ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে।
★ রিচার্জের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্টিভেট করার ক্ষেত্রে রিচার্জকৃত টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে না।
★ USSD কোড ডায়াল *5000*584# ডায়াল করে অথবা ৯৪ টাকা রিচার্জের মাধ্যমে অ্যাক্টিভিশন করতে পারেন।
★ 3GB ইন্টারনেট প্যাক-এর মেয়াদ ৭ দিন (অ্যাক্টিভিশনের দিনসহ)
★ ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল: *5000*500#
★ সকল ট্যাক্স মূল্যের অন্তর্ভুক্ত।
★ অফারটি সীমিত সময়ের জন্য।