FoortiTune

FoortiTune.Com | Leading Bangladeshi blogger site. Download apps, game's, music. Get tech, tips, offer and more... Bangladeshi all telecom offer gp, robi, banglalink, airtel, teletalk. Get free internet offer, free mb offer, free net offer.

GrameenPhone কো-ব্র্যান্ডেড Handset Bundle Offer

GrameenPhone কো-ব্র্যান্ডেড Handset Bundle Offer

স্মার্টফোনের মডেল Symphony G20 মূল্য ২,৯০০ টাকা।
স্মার্টফোনের মডেল Itel it 1409 মূল্য ৩,১০০ টাকা।

এই ক্যাম্পেইনের মাধ্যমে, সকল গ্রামীণফোন পোস্টপেইড এবং প্রিপেইড গ্রাহকরা গ্রামীণফোনের সকল আউটলেটগুলো থেকে উপরোক্ত স্মার্টফোন গুলীর যেকোনোটি যদি ক্রয় করেন তাহলে নিম্নলিখিত বান্ডল অফারটি উপভোগ করতে পারবেন।

ট্যাগিং:
★ এই অফারের মাধ্যমে সম্মানিত গ্রাহকগণ তার সচল জিপি সিম কার্ডের সাথে উপরোক্ত স্মার্টফোন গুলীর যেকোনোটি সাথে বৈধ ট্যাগিং এর মাধ্যমে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি 1GB ইন্টারনেট ও 1GB ফেসবুক ইন্টারনেট (মেয়াদঃ ৭ দিন) উপভোগ করতে পারবেন
★ ট্যাগিং কি ওয়ার্ড: GPCO লিখে পাঠিয়ে দিন ৫০৫০ নম্বরে।

বান্ডেল অফার:
সম্মানিত গ্রাহকগণ ২৯ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) ৫০ জিপি-জিপি টকটাইম (মেয়াদঃ ৭ দিন) ক্রয় করলেই ফ্রি 1GB ইন্টারনেট (মেয়াদঃ ৭ দিন) উপভোগ করতে পারবেন।

নিম্নোক্ত উপায়ে অফারটি চালু করা যাবে:
★ অফার অ্যাক্টিভেশন কি ওয়ার্ড: GP29 লিখে SMS পাঠিয়ে দিন ৫০৫০ নম্বরে
★ চেক পয়েন্ট Check GP29 লিখে ৫০৫০ নম্বরে পাঠিয়ে দিলে গ্রাহক কতবার অফারটি নিয়েছেন তা জানতে পারবেন
★ গ্রাহক এই অফারটি ৬ মাসে ১২ বার নিতে পারবেন।

শর্তাবলীঃ
★ কিওয়ার্ড গুলো কেইস সেনসিটিভ নয়।
★ অফারটি শুধুমাত্র এই নির্দিষ্ট স্মার্টফোনের মডেলগুলোর জন্যই শুধু প্রযোজ্য।
★ অফারটি গ্রামীণফোনের সকল নতুন ও বর্তমান প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
★ এই অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে না।
★ ট্যাগিং অপশন ২ মাসের জন্য, তবে কোনো গ্রাহক যদি ৫৯তম দিনে ট্যাগ হয়ে থাকেন তাহলে তিনি পরবর্তী ৬ মাসে সর্বোচ্চ ১২ বার অফারটি পাবেন।
★ অপ্ট-ইন এর পর বৈধ ট্যাগিং এর জন্য গ্রাহক একটি কনফার্মেশন SMS পাবেন
ট্যাগিং এর জন্য গ্রাহককে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
★ ট্যাগিং অসফল হলে গ্রাহককে স্মার্ট ফোনটি পুনরায় চালু করে আবারও ট্যাগিং এর জন্য (GPCO লিখে ৫০৫০ নম্বরে) রিকুয়েস্ট পাঠাতে হবে অথবা গ্রামীণফোনের গ্রাহক সেবা ১২১ হটলাইনে কল দিতে হবে।
★ বোনাস ব্যালেন্স জানতে ডায়াল: প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণ *121*1*2#
ডায়ালের মাধ্যমে ক্রয়কৃত ইন্টারনেট ব্যালেন্স ও বোনাস ব্যালেন্স জানতে পারবেন।
★ ইন্টারনেট এর মেয়াদ শেষ হয়ে গেলে বাড়তি ব্যবহারের জন্যে কাস্টমার এর টাকা১.২২ /MB (SD+VAT+SC সহ ) চার্জ হবে সর্বোচ্চ ২৪৪টাকা পর্যন্ত (SD+VAT+SC সহ ) ।
★ মেয়াদ থাকালীন গ্রাহক একই ইন্টারনেট প্যাক পুনরায় ক্রয় করলে অব্যবহৃত ইন্টারনেট নতুন ইন্টারনেট ব্যালেন্স এর সাথে যোগ হয়ে যাবে।
★ ইন্টারনেট অফারটি বন্ধ করতে চাইলে ডায়াল *121*3041#
★ নিষ্ক্রিয় হয়ে থাকা জিপি সিম অথবা নতুন ক্রয়ক্রিত জিপি নম্বরের ক্ষেত্রে গ্রাহককে প্রথমে সিম কার্ডটিকে চালু করে তারপর বৈধ ট্যাগিং এর জন্য নতুন ক্রয়ক্রিত স্মার্টফোনে সিমটি ঢোকাতে হবে।
★ একই গ্রাহকের একাধিক ট্যাগিং এর ক্ষেত্রে প্রথম বৈধ ট্যাগিংটি গণ্য হবে এবং অফারের সুবিধা প্রদান করা হবে।
★ যদি কোনো গ্রাহক ৩০ দিনের মধ্যে ইন্টারনেট অফারটি নবায়ন না করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে তিনি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবেন। স্বয়ংক্রিয় নবায়ন প্রযোজ্য নয়।
★ উপরে উল্লিখিত প্ল্যানটি সীমিত সময়ের জন্য একটি অফার এবং এটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রযোজ্য থাকবে।
★ শুধুমাত্র বৈধ এবং উপযুক্ত IMEI বান্ডল অফারটি উপভোগ করতে পারবে
★ ক্যাম্পেইন সমাপ্তির পরে ট্যাগিং সম্পর্কিত কোন অভিযোগ প্রযোজ্য হবে না।
★ অব্যবহৃত ইন্টারনেট ভলিউম ফরওয়ার্ড হবে যদি গ্রাহকের একই প্যাক পুনরায় ক্রয় করেন।
★ উল্লিখিত স্মার্টফোনের বিক্রয়োত্তর সেবা লাভের জন্য গ্রাহককে নির্দিষ্ট হ্যান্ড সেট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে।
Author :

We are always try to give new tech tips trick news offer and more...

Latest Posts

Thanks to your comment.
 
Copyright © | FoortiTune