FoortiTune

FoortiTune.Com | Leading Bangladeshi blogger site. Download apps, game's, music. Get tech, tips, offer and more... Bangladeshi all telecom offer gp, robi, banglalink, airtel, teletalk. Get free internet offer, free mb offer, free net offer.

Grameenphone 1 Poisha/Sec to Any Operator Special call rate upon recharge

Grameenphone 1 Poisha/Sec to Any Operator Special call rate

গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণদের (ERS এবং BPO সিম ব্যতীত) জানানো যাচ্ছে যে, ৩ আগস্ট, ২০১৭ থেকে রিচার্জে লোয়ার ট্যারিফ অফার চালু হচ্ছে। এতে থাকছে.

২৯ টাকা রির্চাজ অফারঃ
★ ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা যেকোনো লোকাল নম্বরে) + যেকোনো অপারেটরে ৩টি SMS.
★ মেয়াদ ৩ দিন (রিচার্জের দিনসহ)।

৩৯ টাকা রির্চাজ অফারঃ
★ ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা যেকোনো লোকাল নম্বরে)
★ 39MB ইন্টারনেট + যেকোনো অপারেটরে ৩টি SMS।
★ মেয়াদ ৫ দিন (রিচার্জের দিনসহ) - লোয়ার ট্যারিফ ও SMS এর জন্য।
★ মেয়াদ ৩ দিন - ইন্টারনেট এর জন্য (রিচার্জের দিনসহ)।

৭৯ টাকা রির্চাজ অফারঃ
★ ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা যেকোনো লোকাল নম্বরে)
★ যেকোনো অপারেটরে ৩টি SMS
★ মেয়াদ ১৫ দিন (রিচার্জের দিনসহ)।

১০৯ টাকা রির্চাজ অফারঃ
১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা যেকোনো লোকাল নম্বরে)
★ যেকোনো অপারেটরে ৩টি SMS
★ মেয়াদ ৩০ দিন (রিচার্জের দিনসহ)

অফারের বিস্তারিতঃ
★ এই স্পেশাল ট্যারিফ যেকোনো লোকাল নম্বরের জন্য প্রযোজ্য (জিপি-জিপি ও জিপি-অন্য অপারেটর, PSTN ও মোবাইল)
★ অফার পেতে গ্রাহককে ঠিক উল্লিখিত পরিমাণ রিচার্জ করতে হবে।
★ অফার চলাকালীন এই স্পেশাল ট্যারিফ (যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড, ২৪ ঘণ্টা)
★ রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF-এর ক্ষেত্রে প্রযোজ্য।
★ স্পেশাল ট্যারিফ ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
★ ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে।
★ ক্যাম্পেইন চলাকালে একাধিকবার অফারটি নেওয়া যাবে।
★ একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে।
★ স্পেশাল অফারটির মেয়াদ থাকবে রিচার্জের দিনসহ উপরের ছকে উল্লিখিত দিন।
★ অফারের মেয়াদ জানতে ডায়াল করুণ *121*1*2#
★ গ্রাহক অন্য কোনো ১ পয়সা অফার নিলে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে।
★ স্পেশাল অফারের মেয়াদ শেষে গ্রাহক তার পূর্ববর্তী অফার/প্যাকেজে ফিরে যাবেন।
★ 39MB ফ্রি ইন্টারনেট (শুধুমাত্র ৩৯টাকা রিচার্জে) রিচার্জের সাথে সাথেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
★ যেসকল গ্রাহক তাদের ইন্টারনেট সার্ভিস ডি-অ্যাক্টিভেট করে রেখেছেন তারা ফ্রি ইন্টারনেট উপভোগ করতে চাইলে প্রথমে ইন্টারনেট অ্যাক্টিভেট করতে হবে।
★ ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে ১ টাকা/MB হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকাকালীন সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)।
★ ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#
★ অফারটি বন্ধ করতে ডায়াল করুন *121*1003*1#
★ অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। ★ সকল চার্জে ৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+মূল রেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য।
Author :

We are always try to give new tech tips trick news offer and more...

Latest Posts

Thanks to your comment.
 
Copyright © | FoortiTune