ঈদ কে সামনে রেখে পোশাকের বাজারে বাড়ছে ক্রেতার ভিড়

ঈদের ছোঁয়া লেগেছে এবার পোশাকের দোকানগুলোতে, জমে উঠেছে ঈদের বাজার। নানারকম পোশাক কিনতে এবার একটু আগেভাগেই শপিং মলগুলোতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা। মেয়েদের ক্ষেত্রে এগিয়ে আছে ব্লক-বাটিকের কাজ। রাজধানীর নিউ মার্কেটের তৃতীয় তলায় ব্লক-বাটিক, কারচুপির দোকানের সারি। সেখানে বেচাবিক্রি হচ্ছে বেশ। বিশেষ করে গরম চলে আসায় এই কাপড়গুলো বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়া আছে গামছা কাপড়ের চল। আরামদায়ক হবে বিধায় পাঞ্জাবিতে সুতি কাপড় ব্যবহার করছেন অনেক পোশাক নির্মাতা। ইস্টার্ন প্লাজা, বায়তুল মোকাররম মার্কেটসহ বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে, ঈদ বাজারে সুতি, পিওর তসর সিল্ক, ধুপিয়ানা সিল্ক, খদ্দর কটন, জামদানিসহ বিভিন্ন ধরনের কাপড়ের পাঞ্জাবি এসেছে বাজারে। ‘পদ্মাবতী’, ‘সুলতান-সোলেমান’ ইত্যাদি নামের পোশাক এসেছে বাজারে।

পোশাক কেনার ক্ষেত্রে পিছিয়ে নেই শিশুরাও। রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, গুলিস্তানের বিভিন্ন মার্কেট, মগবাজার, পান্থপথ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় শিশু-কিশোরদের ফ্যাশনেবল পোশাক বিক্রি হচ্ছে। তবে মার্কেট ঘুরে নিউ মার্কেট ও বসুন্ধরা সিটিতে শিশুদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে ঈদের বাকি আছে আর মাত্র ৭ দিন ক্রমেই বারতে থাকবে ক্রেতাসাধারণ এর ভিড়।

‘পদ্মাবতী’ নামের পোশাক পছন্দ করছেন এক তরুণী। একেকটির দাম ৬ হাজার ১৪ হাজার টাকা পর্যন্ত। নিউমার্কেট, সাম্প্রতিক ছবি। ছবি: সাইফুল ইসলাম। সুত্র: প্রথম আলো।

সন্তানকে নিয়ে পোশাক পছন্দ করছেন এক বাবা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। ছবি: সাইফুল ইসলাম। সুত্র:প্রথম আলো।

দেশীয় পোশাকের দোকানে শার্ট পছন্দ করছেন ক্রেতা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স,ঢাকা। ছবি: সাইফুল ইসলাম। সুত্র: প্রথম আলো।

সাজিয়ে রাখা হয়েছে ছেলেদের নানা নকশা ও আকৃতির লকেট। নিউমার্কেট, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম। সুত্র: প্রথম আলো।

নিউমার্কেট এলাকায় হ্যান্ড ব্যাগ বিক্রি করছেন একজন হকার।নিউমার্কেট, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম। সুত্র: প্রথম আলো।

Add your comment Hide comment