Unlimited Temporary Mail Service - Android Apps

hourly_mail_service_app

আনলিমিটেট টেম্পারারি মেইল একাউন্ট খুলুন এই এপ এর মাধ্যমে।

আজ আপনাদের মাঝে এসেছি দারুন এবং গুরুত পূর্ন টিপস নিয়ে যেটা হছে Temporary email নিয়ে।

কেন Temporary email ব্যবহার করবেন ?
ফেসবুক টুইটার এই গুলো ছাড়া এখন আমাদের দিন চলে না বললেই চলে। কিন্তু মাঝের মধ্যে এই গুলো block/disabled হয়ে যায়। এর ফলে আমরা বিপাকে পড়ি কারন অই অ্যাকাউন্ট ঠিক করতে প্রয়জন হয় নতুন ইমেইল এর কিন্তু অল্প সময়ে জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় না গেলে ও মোবাইল নাম্বার এর প্রয়জন হয় তাই এটি একটু কষ্টের এবং জামেলার।
তাই আজ আমি আপনাদের মাঝে Temporary email অ্যাপটি শেয়ার করলাম যেটা দিয়ে আপনার পচন্দ মত ইমেইল বানাতে পারবেন অল্প সময়ে।

প্রথমে জেনে নেই Temporary email কি?

Temporary email হল কিছু সময় জন্যে active থাকে যার সময়(১ ঘন্টা বা ১ দিন) এর পরে এটি আর ব্যবহার করা যায় না।

কিন্তু আজকে আমি যেই অ্যাপ টি শেয়ার করবো সেটি একটু ভিন্ন অ্যাপ টির নাম Hourly Mail এই অ্যাপ এর ইমেইল অ্যাক্টিভ থাকে ১ মাস পর্যন্ত । এক মাস পরে যদি প্রয়জন হয় তবে যেকোন সময়ে ২৪ ঘন্টার জন্য অ্যাক্টিভ করতে পারবেন। এবং অই অ্যাপ থেকে unlimited ইমেইল create করা যায়।
এই অ্যাপ এ লগইন করা লাগে না। সবচেয়ে মজার বিষয় হল অ্যাপ টি যদি আপনি প্রয়জন শেষে uninstall করে দিন পরবর্তী তে অ্যাপ টি আবার ইন্সটল করেন তখন আগের সব গুলো ইমেইল পেয়ে যাবেন।

এই অ্যাপ দিয়ে ইমেইল বানানোর নিয়ম টা একবারে সহজ তাই নিয়ম টা নিচে লিখে দিলাম।

অ্যাপ টি ওপেন করার পর + আইকন এ ক্লিক করে আপনার পছন্দ মত নাম দিয়ে ইমেইল create করতে পারবেন।


screenshot :




অ্যাপ playstore Download link here

Add your comment Hide comment